গ্রিস উপকূলে নৌকা উল্টে ৩০ জনের মৃত্যু, উদ্ধার ৬৩

আপডেট: December 26, 2021 |
print news

গ্রিসে ঈজিয়ান সাগর উপকূলে এক নৌকাডুবিতে ৩০ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৬৩ জনকে। খবর নিউইয়র্ক টাইমসের।

দেশটির কোস্টগার্ড জানায়, প্যারোস দ্বীপ থেকে উত্তর-পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে।

সাগরের মাঝামাঝি উল্টে যায় নৌকাটি। খবর পেয়ে উদ্ধারে যায় কোস্টগার্ড সদস্যরা। হেলিকপ্টার ও সামরিক বিমান নিয়েও চালানো হয় সন্ধান। মৃতদের মধ্যে তিন নারী ও এক শিশুও রয়েছে। জীবিত উদ্ধারকৃতদের প্যারোসে রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসা পাচ্ছেন তারা।

নৌকাটিতে গাদাগাদি করে ৮০ জনের মতো ছিল বলে ধারণা করা হচ্ছে। তুরস্ক থেকে ইতালির দিকে যাওয়ার চেষ্টা করছিলো দলটি। নৌকাডুবির কারণ জানা যায়নি। এক সপ্তাহের মধ্যে সাগরে অভিবাসন প্রত্যাশীদের তৃতীয় বড় দুর্ঘটনা এটি।

গ্রিস কর্তৃপক্ষ এখনও আগের দুই দুর্ঘটনায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এই ঘটনার দক্ষিণে ফোলেগান্দ্রোস এবং অ্যান্টিকাইথেরা নামক স্থানে ওই দুর্ঘটনা দুটি ঘটে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর