ধর্ম অবমাননা: পাকিস্তানে হিন্দু শিক্ষকের যাবজ্জীবন দণ্ড

আপডেট: February 9, 2022 |
print news

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ধর্ম অবমাননার দায়ে একজন হিন্দু শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ঐ শিক্ষকের নাম নতুন লাল। তিনি সিন্ধুর একটি সরকারি ডিগ্রি কলেজের একজন শিক্ষক। ২০১৯ সালে গ্রেপ্তার হবার পর থেকে কারাগারেই আছেন তিনি।

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, কারাদণ্ডের পাশাপাশি ওই শিক্ষককে ৫০,০০০ রুপি জরিমানাও করেছে আদালত।

মঙ্গলবার ডেইলি পাকিস্তান জানিয়েছে, কারাগারে থাকার সময় দুইবার নতুন লালের জামিনের আবেদন নাকচ হয়েছে।

২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর একটি ভিডিও সামাজিক ছড়িয়ে পড়ে, যেখানে একজন ছাত্র দাবি করেছিল স্থানীয় স্কুলের মালিক ধর্ম অবমাননা করেছেন।

দেশটির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, পাকিস্তানে ১৯৪৭ থেকে ধর্ম অবমাননার ঘটনায় এক হাজার ৪১৫টি মামলা নথিভুক্ত হয়েছে এবং ওই সময় থেকে ২০২১ পর্যন্ত ধর্ম অবমাননার ঘটনায় ১৮ জন নারী এবং ৭১ জন পুরুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।

তবে, এ ধরনের সব ঘটনায় মামলা না হওয়ায় প্রকৃত সংখ্যা বেশি বলে ধারণা করা হয়।

প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ম অবমাননার ৭০ শতাংশেরও বেশি অভিযোগ আসে পাঞ্জাব থেকে। সূত্র: এনডিটিভি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর