বগুড়ায় আদালত থেকে আসামি পালানোর ঘটনায় ছয় পুলিশ প্রত্যাহার

আপডেট: September 24, 2025 |
inbound3632184787923586566
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা জজ আদালতের হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় ৬জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন।

প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন-আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক এবং কনস্টেবল দেলোয়ার হোসেন, দুলাল মিয়া ও জাকির হাসান।

পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশে ছয় পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় আদালতের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক আসামী রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেছেন।

উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা জজ আদালতের হাজতখানায় আসামী গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল।

ওই সময় ভিড়ের মধ্যে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামী রফিকুল ইসলাম পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।

Share Now

এই বিভাগের আরও খবর