ফিরমিনো-সালাহর গোলে লিভারপুলের জয়

আপডেট: February 17, 2022 |
print news

আট মিনিটের ব্যবধানে দুই গোল করলেন রবার্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ। লিভারপুল পেলো ঘাম ঝরানো এক জয়।

সান সিরোয় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে জার্গেন ক্লপের দল।

প্রথমার্ধে ম্যাড়ম্যাড়ে ফুটবলের পর দ্বিতীয়ার্ধে প্রাণ ফিরে পায় ম্যাচ। লিভারপুলের রক্ষণে বেশ ভীতি ছড়িয়েছিল ইন্টার মিলান। কিন্তু শেষদিকে এসে ব্যবধান গড়ে দিয়েছেন সালাহ-ফিরমিনোরা।

ভাগ্য সহায় থাকলে প্রথমার্ধে এগিয়ে যেতে পারতো ইন্টারই। ১৭তম মিনিটে ইভান পেরিসিচের ক্রস ডি-বক্সে পেয়ে ভালো শট নিয়েছিলেন হাকান কালহানোগ্লু। কিন্তু সেটি ক্রসবারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে আরও একবার ভাগ্য বিড়ম্বনা স্বাগতিকদের। ৬০তম মিনিটে বল জালে পাঠিয়েও গোল পায়নি ইন্টার। এডেন জেকো অফসাইডে থাকায় গোলটি বাতিল করে দেন রেফারি।

৭৫তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। রবার্টসনের কর্নার থেকে পাওয়া বল হেডে দূরের পোস্ট দিয়ে জালে ঢুকিয়ে দেন বিরতির সময় বদলি নামা ফিরমিনো।

আট মিনিটের মাথায় (৮৩ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ট্রেন্ট অ্যালেক্সজান্ডার-আর্নল্ডের পাসে মিসরীয় তারকা শট নিলে ইন্টারের একজনের গায়ে লেগে বল জড়িয়ে যায় জালে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

আগামী ৮ মার্চ অ্যানফিল্ডে হবে ফিরতি পর্বের লড়াই। সান সিরোর জয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে রইল লিভারপুল।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর