ভাষা শহীদদের প্রতি শিল্পী সমিতির শ্রদ্ধা

আপডেট: February 21, 2022 |
print news

মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে অংশ নিয়েছেন কাঞ্চন-নিপুণ পরিষদের বেশিরভাগ বিজয়ীরা। অঞ্জনা ছাড়া ছিলো না মিশা-জায়েদ প্যানেলের কেউই।

উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক ফেরদৌস, অঞ্জনা, নিপুণ, অমিত হাসান, ইমন, কেয়া, জেসমিন আক্তার, নাদের খান, আজাদ খান, নানা শাহ্’সহ সমিতির অন্যান্য সদস্য।
সভাপতি ইলিয়াস কাঞ্চন জানান, ভাষার মহান বীরদের প্রতি শ্রদ্ধা জানাতেই সকালে সবাই এফডিসিতে এসেছেন।

অন্যদিকে মিশা-জায়েদ প্যানেলের সব বিজয়ীদের জানানো হলেও বেশিরভাগই এতে অংশ নেয়নি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর