কঙ্গোকে এক লাখ ডোজ টিকা সহায়তা দিলেন এরদোয়ান

আপডেট: February 21, 2022 |
print news

আফ্রিকার দেশ কঙ্গোর জনগণের জন্য এক লাখ ডোজ করোনা টিকা সহায়তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। চার দিনের আফ্রিকা সফরের অংশ হিসেবে তিনি রবিবার কঙ্গোয় সফর করেছেন।

আফ্রিকার এই দরিদ্র দেশটির জনগণের জন্য আরও ১১ লাখ টিকা সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন এরদোয়ান।

কঙ্গোর রাজধানী কিনশাসায় প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদিনের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি ডিআরসিতে আসার সময় সঙ্গে করে এক লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে এসেছি।

তিনি বলেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও ১০ লাখ ডোজ সিনোভ্যাক টিকার পাশাপাশি এক লাখ ডোজ তুর্কোভ্যাক পাঠাবে। তুর্কোভ্যাক তুরস্কের দেশীয় পদ্ধতি তৈরি করোনা টিকা। খবর আনাদোলু এজেন্সি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর