পাকিস্তানে সংঘর্ষে ৫ সন্ত্রাসী ও এক সেনা নিহত

আপডেট: February 21, 2022 |
print news

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খায়বার পাখতুনখয়া প্রদেশে সংঘর্ষে দেশটির এক সৈন্য ও পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। রবিবার সামরিক বাহিনীর দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়।

সামরিক বাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) দেয়া এক বিবৃতিতে বলা হয়, প্রদেশটির নর্থ ওয়াজিরিস্তান জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালনা করার সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়।

বিবৃতিতে বলা হয়, নিহত এ পাঁচ সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কমকা-ে জড়িত ছিল। তারা পরিকল্পিত হত্যার ও মুক্তিপণের জন্য বিভিন্ন অপহরণের কাজেও লিপ্ত ছিল।

এতে আরও বলা হয়, তাদের কাছ সাবমেশিন গান ও হ্যান্ড গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। খবর সিনহুয়া

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর