ইউক্রেন সীমান্তের ২০ কিলোমিটারেরও কম দূরে রুশ সেনবিাহিনী

আপডেট: February 23, 2022 |
print news

রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কার মধ্যে স্যাটেলাইট ছবিতে দেশটির সীমান্তের কাছাকাছি অঞ্চলে রুশ সামরিক বাহিনীর নতুন মোতায়েন সৈন্য দেখা গেছে। ইউক্রেন সীমান্ত থেকে ২০ কিলোমিটারেরও কম দূরে বেলগোরোদের দক্ষিণ-পশ্চিমের গ্রামীণ এলাকায় বেশ কিছু নতুন সেনা ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

রাশিয়ার পার্লামেন্ট গতকাল মঙ্গলবার ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা দেওয়ার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশের বাইরে সেনাবাহিনী মোতায়েন করার অনুমতি দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ‘ম্যাক্সার’-এর সংগৃহীত স্যাটেলাইট ছবিতে দক্ষিণ বেলারুশ এবং ইউক্রেনীয় সীমান্তের কাছে পশ্চিম রাশিয়ার একাধিক স্থানে বাড়তি রসদ এবং সরবরাহের স্থাপনা ও সৈন্য চলাচল দেখা যায়।

ইউক্রেন সীমান্তে নতুন কার্যকলাপের মধ্যে দক্ষিণ বেলারুশের মোজিরের কাছে একটি ছোট বিমানঘাঁটিতে ১০০টিরও বেশি যান এবং বেশি কিছুসংখ্যক সেনা তাঁবু দেখা যায়। ওই বিমানঘাঁটি ইউক্রেন সীমান্ত থেকে ৪০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত।

এ ছাড়া পশ্চিম রাশিয়ার পোচেপের কাছে অতিরিক্ত স্থাপনার জন্য বিশাল এলাকা সাফ করা হচ্ছে। বেলগোরোদের পশ্চিম উপকণ্ঠে একটি সামরিক গ্যারিসনে নতুন ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর