তামিমকে মাঠের বাইরে পাঠালেন সেই ফারুকী

আপডেট: February 25, 2022 |
print news

ফজলহক ফারুকি যেন মূর্তিমান আতঙ্ক হয়ে গেছেন বাংলাদেশি ব্যাটসম্যানদের। প্রথম ওয়ানডেতে দারুণ বোলিংয়ে একটা সময় টাইগারদের কোণঠাসা করে ফেলা আফগান এ পেসার আজ শুক্রবার ভালো শুরু করেছেন।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। শুরুটা খারাপ ছিল না। দুই ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস দেখেশুনে এগোতে থাকেন।

লিটন শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও পরে দারুণ কয়েকটি বাউন্ডারি হাঁকিয়েছেন। তামিমও এগিয়ে যাচ্ছিলেন ভালোভাবেই। তবে সেই ফারুকি-জুজু অবশেষে ধরেই ফেলল দেশসেরা ওপেনারকে।

প্রথম ওয়ানডের মতোই বাঁহাতি পেসারকে উইকেট দিয়ে এসেছেন তামিম। আউটের ধরণটাও আগের দিনের মতোই। বলের গতি মিস করলে লাগে তামিমের প্যাডে। আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

তামিম অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু তাতে আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। ২৪ বলে ২ বাউন্ডারিতে ১২ করে সাজঘরের পথ ধরেন বাংলাদেশ অধিনায়ক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৪৯ রান। লিটন ১৮ আর সাকিব আল হাসান ৬ রানে অপরাজিত আছেন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর