ইউক্রেনে রাশিয়ার ৪৫০ সৈন্য নিহত

আপডেট: February 25, 2022 |
print news

রাশিয়ার পুতিন বাহিনী দু’দিন ধরে ইউক্রেনে তুমুল আক্রমণ চালাচ্ছে। এরই মধ্যে রুশ সেনারা কিয়েভে ঢুকে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

হতাহতের কোনো খবর রাশিয়ার পক্ষ থেকে পাওয়া না গেলেও ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী রুশ সৈন্য নিহতের তথ্য জানিয়েছেন। খবর বিবিসির

যুক্তরাজ্যের রেডিও ফোরকে দেয়া একটি সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, যুক্তরাজ্যের গোয়েন্দারা যাচাই করে জানতে পেরেছেন, ‘রাশিয়ার সশস্ত্র বাহিনী ৪৫০ জন সদস্য হারিয়েছে। কিয়েভের উত্তরে বিমানবন্দরের দখল নিতে ব্যর্থ হয়েছে তাদের এলিট স্পেৎনাজ বাহিনী।’

ওয়ালেস বলেন, ‘’ইউক্রেনের লড়াইয়ের কারণে তারা ব্যর্থ হয়েছে। ইউক্রেনকে যেসব মারণাস্ত্র সহায়তা দেয়া হয়েছে, সেগুলো ট্যাঙ্ক এবং বিমান ঠেকিয়ে দিয়েছে। ভ্লাদিমির পুতিন ভেবেছিলেন যে, তিনি একজন মুক্তিদাতা, কিন্তু তার সেই গর্ব ধুলায় মিশে গেছে।

কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার সৈন্যদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর