জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি দাঁড়াতে পারে ১২৫ ডলারে

আপডেট: February 26, 2022 |
print news

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বর্তমান অবস্থানের চেয়েও আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গতকাল এমন আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের শীর্ষ কমোডিটি স্ট্রাটেজিস্ট জেফরি কুরি। খবর ইয়াহু ফাইন্যান্স।

গোল্ডম্যান স্যাকসের এ অর্থনীতিবিদ বলেন, দ্রুত ক্রমবর্ধমান পরিস্থিতির ফলে সৃষ্ট অনিশ্চয়তার কোনো সমাধান না হওয়া পর্যন্ত পণ্যমূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি বাড়তে থাকবে। এ পরিস্থিতি আরো বাড়ার ফলে ইউরোপের প্রাকৃতিক গ্যাস, গম, ভুট্টা ও তেলের দাম বর্তমান উচ্চস্তর থেকে আরো বাড়তে পারে।

তিনি বলেন, চলতি বছরের গ্রীষ্মে ভারসাম্য তৈরির জন্য বৈশ্বিক বাজারে যে পরিমাণ তেলের প্রয়োজন তার দাম ব্যারেলপ্রতি ১২৫ ডলার পর্যন্ত স্পর্শ করতে পারে। আমরা এ-সংক্রান্ত পরিষ্কার ঝুঁকি দেখতে পাচ্ছি। আমরা মনে করি, তেলের বৈশ্বিক বাজারে ভারসাম্য বাজার রাখতে হলে চাহিদার পরিমাণও কমিয়ে আনতে হবে।

বৃহস্পতিবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ড ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছিল। গতকাল লন্ডন স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ব্রেন্ড ক্রুডের এপ্রিল মাসের জন্য সরবরাহ মূল্য ছিল ৯৯ ডলার ৯ সেন্ট। একই সময়ে মার্কিন বাজার আদর্শ ডব্লিউটিআই ক্রুডের ব্যারেলপ্রতি দাম ছিল ৯৩ ডলার ২৭ সেন্ট।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর