সরকার প্রযুক্তির উন্নয়নে কাজ করছে : পরিকল্পনামন্ত্রী

আপডেট: March 1, 2022 |
print news

দেশের ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ এখনও ২জি’তেই রয়েছে। এরপরেও সরকার ফাইফ জি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা এবং শিশু সুরক্ষা’ বিষয়ে চাইল্ড পার্লামেন্টের অনুষ্ঠানে একথা বলেন তিণি।

মন্ত্রী আরও বলেন, সরকার প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ভয়ংকর দিক আছে, তবে সঠিক বিষয়টি বাছাই করে ব্যবহার করতে হবে সবাইকে।

বাল্যবিবাহের কারণ তুলে ধরে সবাইকে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী।

১৫ জেলার ১৬টি সুবিধাবঞ্চিত ও প্রান্তিক অঞ্চলের শিশুরা এই অধিবেশনে অংশ নেয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর