সিরাজগঞ্জে নাপিতকে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট: April 11, 2022 |
print news

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই গ্রামে এক নাপিত কে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুরে নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মানিক শীল (৩৬) শিবপুর গ্রামের গজেন শীলের পুত্র। স্থানীয়রা ধারণা করছে, বিদেশে যাবার টাকা লেনদেনের দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান ও নিহতের স্বজনেরা জানান, শিবপুর বাজারে নাপিতের কাজে কর্মরত মানিক গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

এরপর সোমবার সকালে রুপনাই নেপিয়ার ঘাসের ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর