ইউক্রেনে ৮৬ জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা: রাশিয়া

আপডেট: April 11, 2022 |
print news

ইউক্রেনের ৮৬টি সামরিক ইউনিটে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

শনিবার রাতে এই হামলা করা হয় বলে গতকাল রোববার (১০ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, এগুলোর অবস্থান হচ্ছে মধ্য-পূর্বাঞ্চলের শহর দনিপ্রো, দক্ষিণের শহর মাইকোলাইভ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভের দেওয়া তথ্যমতে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর তালিকায় রয়েছে— দুটি নিয়ন্ত্রণ পয়েন্ট, দুটি গোলাবারুদ গুদাম, তিনটি দাহ্যপদার্থের গুদাম ও ৪৯টি ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম এবং সহায়তা পয়েন্ট।

উল্লেখ্য, ইউক্রেনের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হওয়া আগ্রাসনের আজ ৪৭ দিন। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর