ঈদ শেষ হলেই দেশে ফিরছেন নওয়াজ শরীফ!

আপডেট: April 12, 2022 |
print news

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিজ দেশে ফিরছেন। ঈদের পর তিনি দেশে ফিরবেন বলে তার দল পিএমএল-এন সূত্রে জানা গেছে।

পাকিস্তানের জিও নিউজ অনলাইনের খবরে বলা হয়, পিএমএল-এনের নেতা মাইয়ান জাভেদ লতিফ সোমবার বলেছেন, ঈদের পর পাকিস্তানে ফিরতে পারেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও দলের শীর্ষ নেতা নওয়াজ শরিফ।

২০১৯ সালের নভেম্বরে নওয়াজ শরিফ চিকিৎসার জন্য লন্ডনের পাড়ি জমান। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিলেন।

আল আজিজা স্টিল মিল দুর্নীতি মামলায় ২০১৮ সালে নওয়াজের সাত বছরের কারাদণ্ড হয়। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা ছিল। সব মিলিয়ে ১১ বছরের কারাদণ্ড হয় নওয়াজের। সেইসঙ্গে তাকে ৮০ লাখ ডলার জরিমানা করে আদালত।

২০১৯ সালে লাহোর হাই কোর্ট (এলএইচসি) তার সাজা বাতিল করার পর তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হয়।

জিও নিউজের ‘আপস কি বাত’ অনুষ্ঠানে পিএলএম-এনের শীর্ষ নেতা জাভেদ লতিফ বলেন, করোনা মহামারি না থাকার কারণে ঈদের পর পাকিস্তানে ফিরবেন নওয়াজ শরিফ। তিনি জানান, দেশে ফেরার পর নওয়াজ তার বিরুদ্ধে থাকা মামলাগুলো মোকাবেলা করবেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর