আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার

আপডেট: August 29, 2022 |
print news

রাজধানীর মহাখালী ডিওএইচএসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার হয়েছে। নিহতের নাম সাহিদা আক্তার (২৫)।

খবর পে‌য়ে রোববার রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায় কাফরুল থানা পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ উদ্ধারের কাজ করছে পুলিশ।

কাফরুল থানার এসআই মো. হাসিব বলেন, মহাখালী ডিওএইচএসের ৩ নম্বর রোডের ১৫৭ নম্বর বাসার কাছ থেকে আকরাম খানের বাসার কাজের মেয়ের মরদেহ শনাক্ত করা হয়। সুরতহাল শে‌ষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

মরদেহ আকরাম খানের বাসার কাজের মেয়ের কি না, এ বিষ‌য়ে এসআই বলেন, আমাদের সঙ্গে আকরাম খানও আছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছে।

তি‌নি আ‌রও ব‌লেন, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর