রিহ্যাব ফেয়ারে দর্শনার্থীদের আকৃষ্ট করছে ব্র্যাক ব্যাংকের অ্যাফোর্ডেবল হোম লোন

আপডেট: December 24, 2022 |
print news

অ্যাফোর্ডেবল হোম লোন ও হোম লোন বিষয়ক বিশেষায়িত পরামর্শ সেবার কারণে রিহ্যাব ফেয়ারে ব্র্যাক ব্যাংক-এর স্টলে দর্শনার্থীদের ভিড় সৃষ্টি হয়েছে।
ব্র্যাক ব্যাংক মেলায় মাত্র ৭.৫% ইন্টারেস্টে অ্যাফোর্ডেবল হোম লোন প্রদান করছে। এই সাশ্রয়ী গৃহ ঋণ সুবিধার কারণে, নিম্ন ও মধ্যম আয়ের মানুষেরা আধা-পাকা বাড়ি নির্মাণ, বিল্ডিং নির্মাণ এবং ফ্ল্যাট ক্রয়ের জন্য সহজে গৃহ ঋণ নিতে পারছেন।

২১ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী রিহ্যাব মেলা ২০২২ শুরু হয়েছে। মেলা চলবে ২৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত রিহ্যাব মেলা দেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট মেলা।

ব্র্যাক ব্যাংক হোম লোনের সুবিধা নিতে ইচ্ছুক সকল শ্রেণি-পেশার মানুষকে রিহ্যাব ফেয়ারে ব্যাংকটির ১০৩ ও ১০৫ নম্বর স্টলটি পরিদর্শন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।

উল্লেখ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৩৩০ টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস, ৮৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। তের লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২১ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

Share Now

এই বিভাগের আরও খবর