নড়াইলের সেরা তরুন করদাতা জাহিদুল ইসলাম ভিটো

আপডেট: December 2, 2018 |
print news

২০১৭-১৮ কর বছরে নড়াইল জেলার সর্বোচ্চ তরুন (৪০বছর বয়সের নিচে) আয়কর প্রদানকারী হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন নড়াইলের লোহাগড়ার বিশিষ্ট ঠিকাদার মোঃ জাহিদুল ইসলাম ভিটো। গত ১২ নভেম্বর খুলনার শিব বাড়ি মোড়ে হোটেল সিটি ইন এ অনুষ্ঠিত এক সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক জাহিদুল ইসলাম ভিটোর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় কর অঞ্চল খুলনার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোঃ জাহিদুল ইসলাম ভিটো লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তার মায়ের নাম রাবেয়া বেগম। জাহিদুল ইসলাম ভিটো ৪ ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। তিনি সকলের দোয়া চান।

Share Now

এই বিভাগের আরও খবর