নাটোরে দোকান মালিকের জরিমানা

আপডেট: February 6, 2023 |
inbound956992228097309774
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় অভিযান চালিয়ে ভোক্তা আইনে ১টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে উপজেলার দয়ারামপুর বাজারে এই জরিমানা আদায় করা হয়।

মেহেদী হাসান তানভীর এর সত্যতা নিশ্চিত করে বলেন, দয়ারামপুর বাজারে আমদানিকারকের স্টিকারবিহীন ও মেয়াদহীন কসমেটিকস বিক্রি ও সংরক্ষণের অপরাধে একতা বিগ বাজারের মালিক মকছেদ আলীকে ৩৭ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের সময় বাগাতিপাড়া মডেল থানার এএসআই শাকিল আহমেদ সহ চৌকস টিম উপস্থিত ছিলেন।

এসময় দোকান মালিক, কর্মচারী ও উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লিফলেট বিতরণ করা সহ সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর