গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

আপডেট: March 24, 2023 |
inbound5020542044346371836
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় নাজমা বেগম (৫১) নামে এক নারী নিহত হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) উপজেলার হাজিরহাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত নাজমা একই উপজেলার বামনকোলা গ্রামের সাইদুল খাঁর স্ত্রী।

বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের হাজির হাট এলাকায় সড়ক পার হচ্ছিলেন নাজমা বেগম।

এসময় রাজশাহী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই নাজমা বেগম মারা যায়। পরে বাস থামিয়ে চালক ও তার সহকারী পালিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।

নাজমা বেগমের মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর