সিংগাইরে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপি‘র আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপডেট: March 27, 2023 |
inbound8869836612389752228
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপি‘র উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪ টার দিকে প্রয়াত সাংসদ ও মন্ত্রী সামসুল ইসলাম খানের( নয়া মিয়া) বাড়ি চারিগ্রামে সিংগাইর উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপি‘র যুগ্নসম্পাদক রিয়াজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

প্রধান অতিথি‘র বক্তব্যে শান্ত বলেন, অনেকে দিনে বিএনপি আর রাতে সরকারদলীয় লোকজনের সাথে হাত মিলিয়ে দলের ক্ষতি করছে। তারা দলের ভালো চান না।

তিনি আরো বলেন, আমরা গত ১৪ বছর ধরে দলের কোনো সভা-সমাবেশ করতে পারছি না। এ সরকারের একের পর এক মিথ্যা মামলায় কোর্টে হাজিরা দিতে গিয়ে মাসে একবার একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছি।

গত সংসদ নির্বাচনের উদাহরণ টেনে জেলা বিএনপি‘র সাবেক এ সাধারণ সম্পাদক শান্ত বলেন, শুধু নির্বাচন করলেই হবে না। ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

ইফতার পূর্ব এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি‘র সহ-সভাপতি খান মোহাম্মদ হাবিবুল আলম, আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন. পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক অ্যাড. তোফাজ্জেল হোসেন,সহ- সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ,উপজেলা যুবদলের যুগ্মসম্পাদক মন্জুরুল ইসলাম মন্জু,ছাত্রদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান রনি, পৌর যুবদলের আহবায়ক কাজী আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভায় বিএনপি ও তার অঙ্গসংঠনের সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর