আইরিশ উড়িয়ে টাইগারদের স্বস্তির জয়

আপডেট: April 7, 2023 |
inbound8859085899627314923
print news

সাকিব-মুশফিকের দুর্দান্ত ব্যাটিং ও তাইজুলের আগুনঝরা বোলিংয়ে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ে পরেও টুকার-টেকটর-ম্যাকব্রেইনের দারুণ ব্যাটিয়ের ঘুরে দাড়ায় আয়ারল্যান্ড। তবে টাইগারদের অভিজ্ঞাতার কাছে পেরে ওঠেনি আইরিশরা। চতুর্থ দিনে সফরকারীদের দ্রুত বিদায় করে ছোট লক্ষ্যে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

হাথুরু সিংহের মূলমন্ত্র, ফরম্যাট যেটাই হোক খেলতে হবে আগ্রাসী। মাঠের খেলায় সেটাই প্রমান করেছে শিষ্যরা। আক্রমণাত্মক খেলেই একমাত্র টেস্ট জিতলো বাংলাদেশ।

১৩৮ রানের ছোট লক্ষ্যে শুরু এদিন ওপেনিংয়ে তামিমের সাথে নামেন লিটন দাস। শুরুটা করেন দুর্দান্ত। তবে ব্যক্তিগত ২৩ রানে আদিরের বলে দুঃভাগ্যজনক আউট হন লিটন।

পরে নেমেও এই টেস্টে জ্বলে উঠতে পারেনি নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে সূন্যরানে ফেরার পর এবার করেছেন ৪। কিছুটা ব্যকফুটে পরে যায় স্বাগতিকরা।

তবে তৃতীয় উইকেট জুটিতে তামিম ইকবালকে যোগ্য সঙ্গ দেন সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। আর কোনো বিপদ ছাড়াই পার করেন প্রথম সেশন।

দ্বিতীয় সেশনের শুরুর দিকে ৩১ রানে তামিম বিদায় নিলেও দলকে বিপদে পরতে দেয়নি মুশফিক। ক্যারিয়ারের ২৬তম হাফ সেঞ্চুরিও তুলে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান।

এরআগে, ১৩১ রানে লিড নিয়ে দিন শুরু করে মাত্র ৮ রান যোগ করেই বাকি দই উইিকেট হারায় আয়ারল্যান্ড। দুইটি উইকেটই নেন এবাদত হোসেন।

দুই ইনিংসে মিলিয়ে ১৭৭ রান করে ম্যাচসেরা হয়েছেন মুসফিকুর রহিম।

Share Now

এই বিভাগের আরও খবর