গুরুদাসপুরে ঈদগাহে এমপি প্রার্থী ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান


ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন এবং উপস্থিত সকলের নিকট দোয়া চাইলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম সরকার।
নামাজ পূর্বে তিনি তার বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ৪ বড়াইগ্রাম ও গুরুদাসপুর আসনে নৌকার প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দলীয় মনোনয়ন চাইবেন এবং সেই লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে ঈদগাহে নামাজের পূর্বের বক্তৃতায় উপস্থিত সকলের নিকট দোয়া সমর্থন এবং সহযোগিতা কামনা করেন আলহাজ্ব মোহাম্মদ জাহিদুল ইসলাম সরকার
সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরে যথাযথ মর্যাদায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত এক মাস সিয়াম সাধনার পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ইদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর চাঁচকৈড় কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭ টা থেকেই ময়দানে মুসল্লী আসতে শুরু করে।
সকাল আটটায় নামাজ হবার নির্ধারিত সময়ের পূর্বেই মুসল্লী কানায় কানায় ভর্তি হয়ে যায় ঈদগাহ ময়দান এবং ৮টা ১০ মিনিটে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ান ইমাম সাহেব।
ইমাম ও খতিব মোহাম্মদ মাওলানা ইমদাদ খুতবার পড়ে আল্লাহ তায়ালার কাছে কাকুতি মিনতি করে নিজেদের পাপ মোচন রহমত বরকত নাজাত দেশ জাতির কল্যাণ কামনা কবর বাসীর জন্য সুস্থতার জন্য কল্যাণের বৃষ্টি জন্য আল্লাহর নিকট দোয়া করা হয়।
অত্যন্ত ভাব গাম্ভীর্য ও সোহাদ্যপূর্ণ পরিবেশে উপজেলার সকল ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়