এমবাপ্পের জোড়া গোলে শিরোপার আরও কাছে পিএসজি
আপডেট: April 22, 2023
|


রেকর্ড ১১তম লিগ ওয়ান শিরোপার আরও কাছে পিএসজি। কিলিয়ান এমবাপ্পে করেছেন জোড়া গোল। অঁজের মাঠে ২-১ গোলে জিতেছে তারা।
শুক্রবারের জয়ে ৬ ম্যাচ হাতে রেখে ৭৫ পয়েন্ট পিএসজির। দুই নম্বরে থাকা মার্শেই এর চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে তারা। এই মৌসুমে ৩২ লিগ ম্যাচে মাত্র তিনটি জেতা অঁজে পাত্তা পায়নি।
নবম মিনিটে বক্সের বাইরে থেকে মেসির লম্বা ক্রস গোলমুখের সামনে থেকে হুয়ান বার্নাট ভলি করেন। বল প্রথমে পায়ে রাখতে না পারলেও ঘুরে জাল কাঁপান এমবাপ্পে। ২৬ মিনিটে মেসির থ্রু বল ধরে বক্সের ডানদিক দিয়ে ব্যবধান ২-০ করেন তিনি।
বিরতির ৭ মিনিট আগে স্বাগতিক গোলকিপার বার্নার্ডোনি বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া মেসির শট ফিরিয়ে দেন।
খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে সাদা থিওব ব্যবধান কমান। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দলটির অবনমন প্রায় নিশ্চিত।