ধর্মীয় গাম্ভির্যের মধ্য দিয়ে মেহেরপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

আপডেট: April 22, 2023 |
Boishakhinews24.net 300
print news

মেহেরপুর প্রতিনিধি: ধর্মীয় গাম্ভির্যের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় মেহেরপুরে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

ঈদের দিন শনিবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের পৌর ঈদগাহ ময়দানে। ঈমামতি করেন মাও. আব্দুল হান্নান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ ঈদ জামাতে অংশ নেন।

সকাল সাড়ে ৮টা ঈদের ২য় জামাত অনুষ্ঠিত হয় শহরের মেহরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন ঈদগাহ ময়দানে। ঈমামতি করেন মাও. মোঃ রোকন উদ্দীন।

এছাড়াও জেলার তিন উপজেলার ৩৭৪টি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

তবে এবার ঈদের বিশেষ আর্কষণ ছিল জেলার দুটি মডেল মসজিদ। দৃষ্টিনন্দন দুটি মডেল মসজিদে এবার মুসুল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। অনেকে দূর দূরান্ত থেকে মডেল মসজিদে মুসুল্লিরা নামাজ আদায় করতে আসেন।

জেলায় ঈদের জামায়াতকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর