কক্সবাজারে ভেসে আসা ট্রলার থেকে অর্ধগলিত ১০ মরদেহ উদ্ধার

আপডেট: April 24, 2023 |
Boishakhinews24.net 311
print news

কক্সবাজারের নাজিরাপয়েন্টে ভেসে আসা একটি ট্রলার থেকে অন্তত ১০ জনের গলিত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার (২২ এপ্রিল) দুপুর ২টা ২৫ মিনিটে খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজারের নাজিরাপয়েন্টে একটি ট্রলার ভেসে আসার খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস সেখানে কাজ করছে। উদ্ধার কাজ শেষে বিস্তারিত জানানো যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর