সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

আপডেট: April 30, 2023 |
ছবি 4
print news

যশোর প্রতিনিধি: যশোর সদরের রাজারহাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুস সালাম নামে (৫৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সদর উপজেলার বিজয়নগর গ্রামের জাহাতাব বিশ্বাসের ছেলে।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, আব্দুস সালাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বিকে সিটির সামনে তার মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়।

এতে আব্দুস সালাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Share Now

এই বিভাগের আরও খবর