জয়পুরহাটে নেশা জাতীয় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

আপডেট: May 1, 2023 |
inbound6730608214692972415
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ১০০ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য এম কে ডিল (M K-DYL) ডিলসহ নাইম ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নাইম ইসলাম ধলাহার ইউনিয়নের পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের রামকৃষ্ণপুর কদমতলী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, পূর্ব রামকৃষ্ণপুর এলাকায় একটি পানি সেচের বরেন্দ্র ডিপ মেশিন ঘরের সামনে কদমতলী থেকে কল্যানপুর গামী হেয়ারিং রাস্তার উপর এমকে ডিল নামক নেশা জাতীয় মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রির জন্য অপেক্ষা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজ হেফাজতে থাকা মাদকদ্রব্য নিয়ে পালানোর চেষ্টা করলে, উক্ত মাদকসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শাহেদ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য (M K-DYL)এম কে ডিলসহ তাকে আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল।

Share Now

এই বিভাগের আরও খবর