ফেসবুককে ১.৩ বিলিয়ন ডলার জরিমানা

আপডেট: May 23, 2023 |
inbound6990421045885044812
print news

ইউরোপ ও মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য পাচারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠার মেটা’কে রেকর্ড ১.৩ বিলিয়ন ডলার জরিমানা করেছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেটা সুরক্ষা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান ডেটা প্রটেকশন বোর্ড।

সোমবার এই জরিমানা আদেশ জারি করে আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশন। সেই সঙ্গে আগামী ছয় মাস ফেসবুকের ইউরোপীয় সেবা গ্রহীতাদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াজাত করতে ৬ মাসের নিষেধাজ্ঞাও দিয়েছে বোর্ড।

ইউরোপীয় কমিশনের নিয়ম অনুযায়ী, কোন কোম্পানি কারো ব্যক্তিগত ডেটা ব্যবহার করার আগে তার কাছ থেকে অনুমতি নিতে হবে।

আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশনের আদেশকে অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় উল্লেখ এর বিরুদ্ধে আপিল করার করার কথা জানিয়েছে মেটা।

কমিশন জানিয়েছে, আমেরিকার দুর্বল ডেটা সুরক্ষা আইন নিয়ে ইউরোপের নাগরিকরা এখনও অনেক শঙ্কার মধ্যে আছে। তারা মরে করে ফেসবুকে তাদের তথ্য নিরাপদ নয়।

তবে ফেসবুকের প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেছেন, ইউরোপে অন্যান্য হাজার হাজার কোম্পানির মতো একই আইনি প্রক্রিয়া ব্যবহার করায় আমরা হতাশ হয়েছি।

Share Now

এই বিভাগের আরও খবর