গুরুদাসপুরে বিয়াঘাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে সুবিধাভোগিদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদ উল-আযাহা উপলক্ষে ৪নং মশিন্দা ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হয়।
রবিবার (২৫জুন) ইউনিয়ন পরিষদে ২০০৫ টি সুবিধা ভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন মোঃ মিজানুর রহমান সুজা চেয়ারম্যান বিয়াঘাট ইউনিয়ন গুরুদাসপুর উপজেলা নাটোর।
এ সময়ে উপস্থিত ছিলেন মোঃ হান্নান সচীব ইউনিয়ন পরিষদসহ মেম্বারগন ও সম্মানিত ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান মিজানুর রহমান সুজা জানান, ঈদকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ২০০৫টি জন সুবিধাভোগী পরিবারের মাঝে ১০কেজি করে চাউল দেওয়া হয় এবং ভবিষ্যতে এ কার্যক্রম চলমান থাকবে।