রাজাপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: June 26, 2023 |
inbound7181004505614365181
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ১৪ বছর বয়সী এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (২৫জুন) সকালে উপজেলার উত্তমপুর এলাকায় নিহতের নিজ বাড়ির আম গাছ থেকে উদ্ধার করা হয়।

কিশোরের নাম মো. রাব্বি হোসেন। সে উত্তমপুর বাজারের মাছ ব্যবসায়ী মো. আসলাম হোসেনেরে ছেলে।

ঘটনাটি সন্দেহ হলে লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও কিশোরের বাবা মো. আসলাম হোসেন বলেন, শনিবার রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পরে।

ভোরে আসলাম হোসেন ঘুম থেকে উঠে বাড়ির সামনে একটি আম গাছের সাথে গলায় রশি জড়িয়ে ঝুলতে দেখে ডাক চিৎকার দেয়।

স্থানীয়রা এসে বিষটি থানা পুলিশে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে কি কারণে রাব্বি আত্মহত্যা করেছে সে বিষয়ে তার পরিবার সঠিক ভাবে কিছু বলতে পারেনি।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর