৩২ হাজার টন কয়লা নিয়ে মোংলায় ভিড়লো জাহাজ

আপডেট: June 26, 2023 |
inbound8253130549777763131
print news

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস মোংলা বন্দরে এসে পৌঁছেছে। গতকাল রোববার (২৫ জুন) সন্ধ্যায় মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-১১ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

ইন্দোনেশিয়া থেকে গত ৩১ মে ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস। এর আগে ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল চীনা পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায়।

জাহাজটির শিপিং এজেন্ট উপ ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪৮ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে রওনা দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে ১৬ হাজার মেট্রিক টন কয়লা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়।

বাকী ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরে আজ ভিড়েছে। জাহাজটি থেকে আজ রাতেই কয়লা খালাস কাজ শুরু করা হবে এবং এই কয়লা লাইটার জাহাজের মাধ্যমে রামাপাল তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে।

এদিকে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটি গত বছরের ২৩ ডিসেম্বর বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

এর আগে কয়লা সংকটের কারণে চলতি বছরের ১৪ জানুয়ারি রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর কয়লা সরবরাহ স্বাভাবিক হওয়ার এক মাসের মাথায় আবার উৎপাদনে ফেরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। পরে ১৫ এপ্রিল রাত থেকে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয় এই মেগা প্রকল্পের উৎপাদন। তিন দিন বন্ধ থাকার পর ১৮ এপ্রিল সচল হয় কেন্দ্র।

Share Now

এই বিভাগের আরও খবর