আরজেএফ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন

আপডেট: July 24, 2023 |
print news

প্রশিক্ষিত সাংবাদিক সমাজ ও আমাদের প্রত্যাশা এই শ্লোগানকে সামনে রেখে দীর্ঘদির পর চট্টগ্রাম মহানগর আরজেফ Rural journalist Foundation (RJF) আহবায়ক কমিটি হঠন করা হয়।

আরজেএফ জাতীয় পরিষদের আগামী কাউন্সিল,চট্টগ্রাম মহানগর আরজেএফ কমিটিকে গতিশীল করতে ও আহবায়ক কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা ২৩ জুলাই রোববার অক্সিজেন মার্ক লেইনস্থ মার্ক ডায়াগনষ্টিক ৩য় তলায় আরজেএফ অস্থায়ী চট্টগ্রাম মহানগর কার্যালয়ে প্রবিন সাংবাদিক লায়ন রেজাইল করিমের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সভায়,সর্বসম্মতিক্রমে দৈনিক স্বদেশ প্রতিদিন, দৈনিক মুক্ত খবর পত্রিকার ষ্টাফ রিপোর্টার কে এম মনজুরুল হক (জাহেদ) কে আহবায়ক, কামাল উদ্দীন চৌধুরী,লায়ন আনোয়ার হোসেন উজ্জলকে যুগ্ন আহবায়ক, ভয়েস অব এশিয়ার প্রকাশক সম্পাদক বিধান বিশ্বাসকে সদস্য সচিব,দৈনিক নতুন দিন বিশেষ প্রতিনিধী মোঃ নূর হোসেন,সাপ্তাহিক মিডিয়া এক্সপ্রেস এর চট্টগ্রাম প্রধান নুরুল আমিন খোকনকে যুগ্ন সচিব করে ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন,আরজেএফ চেয়ারম্যান জহিরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় আরজেএফ পুরো দেশজুড়ে পরিচিতি লাভ করেছে।

আরজেএফ চেয়ারম্যানের নির্দেশে চট্টগ্রামের সুশিক্ষিত সাংবাদিক সমাজ নিয়ে চট্টগ্রাম মহানগর আরজেএফ কমিটি গঠন করার লক্ষে পূনাঙ্গ কমিটির আগ পর্যন্ত এই কমিটি কার্যক্রম চালিয়ে যাবে।

সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য অরুন বৈষ্ণব, মোঃ জাবেদ, জুয়েল আইচ অর্ক, কাজি শাহেদ, বিশ্বজিত, মো: সাবের সহ প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর