দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির অবদান নেই: প্রধানমন্ত্রী

আপডেট: October 14, 2023 |
inbound7691351753743797280
print news

খালেদা জিয়া কখনো বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তাদের (বিএনপির) অবদান নেই।

ভোট, মানুষের ভাগ্য নিয়ে খেলা তাদের কাজ। গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, বর্তমান সরকার তা প্রমাণ করেছে বলেও জানান সরকারপ্রধান।

শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ভোট চোরদের কখনোই আর ক্ষমতায় আনবে না। একমাত্র আওয়ামী লীগই দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন ‘বিএনপি দেশের উন্নয়নে খুশি হয় না বলেই নির্বাচন সামনে রেখে দেশবিরোধী ষড়যন্ত্র করছে।’

খালেদা জিয়া ৯৬ এ ভোট চুরি করে ক্ষমতায় এসেছিলো জানিয়ে আওয়ামী লীগের সভাপতি বলেন, এদেশের মানুষ ভোট চোরকে ক্ষমতায় থাকতে দেয়নি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বন্দুকের নলের মুখে ক্ষমতায় বসেছিলো। সামরিক বেসামরিক মানুষকে হত্যা করেছে। বিএনপির জন্মই হত্যার মধ্য দিয়ে হয়েছে।

বহু সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত দেশে চক্রান্ত-যড়যন্ত্র করে যাচ্ছে।

এটাই তাদের কাজ। মানুষের ও দেশের উন্নয়ন তারা দেখতে পারেনা। ক্ষমতায় থেকে জনগণের সম্পদ লুট করেছে, মানুষ হত্যা করেছে। খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে অনশনের নামে বিএনপি নাটক করছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলেও ক্ষমতায় যেতে পারিনি। সে নির্বাচনে খালেদা জিয়া গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় গিয়েছিল।

আমাকেও এই প্রস্তাব দেয়া হয়েছিল। তখন আমি বলেছিলাম-আমি শেখ মুজিবের মেয়ে। ক্ষমতার লোভ করি না, জনগণের স্বপ্ন বেচি না।

এর আগে দুপুর থেকেই জনসভায় নেতা-কর্মীরা আসতে শুরু করেন কাওলা মাঠে। বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধনের দিন এ সমাবেশ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর