বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু


জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় হানিফ কোচের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে সুরাইয়া আক্তার (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার ( ১৩ ডিসেম্বর) সকাল ৮:৩০ টার সময় সদর উপজেলার তেঁতুলতলা চব্বিশ টিউবওয়েল নামক স্থানে ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ কোচের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া আক্তার গাইবান্ধা জেলা সদর উপজেলার নলডাঙ্গী নামাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে।
তার মা হাসনা বেগম দ্বিতীয় বিয়ে করে স্বামী স্ত্রী দুজনেই চাকরির সুবাদে ঢাকায় থাকেন এবং ছোটবেলা থেকেই শিশুটি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে তার নানা-নানীর বাড়িতে থাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলে রাস্তা পারাপারের সময় সামনে থেকে হানিফ কোচটি ধাক্কা দিলে মাথা দ্বিখন্ডিত হয়ে মগজ ছিন্ন ভিন্ন হয়ে যায়।পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে সদর থানার (ওসি) ফিরোজ ওয়াহিদ জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামি হানিফ কোচের চাকার নিচে পড়ে শিশু নিহত হয়েছে।
তার মাথা পিষ্ট হয়ে গেছে। আমরা গাড়িটিকে আটক করেছি এবং শিশুটির লাশ আইনগত পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি।
এ ঘটনায় মৃতের পরিবারসহ ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।