অবরোধ সমর্থনে জয়পুরহাটে বিএনপির মিছিল


জয়পুরহাট প্রতিনিধিঃ তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে ১১ দফা অবরোধ কর্মসূচির সমর্থনে শান্তিপূর্ণ মিছিল করেছে জয়পুরহাট বিএনপির নেতাকর্মীরা।
বুধবার সকালে বগুড়া – হিলি মহাসড়কের বাইপাস পুরানাপৈল এলাকায় জিয়া স্মৃতি পাঠাগার এর কেন্দ্রীয় সদস্য শাহ্ কামাল রাসেল এর তত্বাবধানে মিছিল করে দলটির নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার রওশন সুমন ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পাপন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সোহেল মন্ডল, জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম, যুবদল কর্মী রাশেদুল ইসলাম রাশেদ,সাগর, ছাত্রনেতা মুন্না, জাসেদ, আলামিন, তিতু সহ বিভিন্ন ইউনিয়ন, থানা, পৌরসভা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।
তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ সকল বন্দীদের মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবী জানান।