আজ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি

আপডেট: January 3, 2024 |
inbound3050760408915665434
print news

ভোটারদের ভোগান্তি এড়াতে ভোটকেন্দ্রে না গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বঙ্গভবন থেকে এই ভোট দেবেন রাষ্ট্রপ্রধান। আগামী ৭ জানুয়ারি এই ব্যালট খুলবেন রিটার্নিং কর্মকর্তা।

জানা গেছে, ভোটকেন্দ্রে যেতে অসমর্থ- এমন চার ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন- নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়েছে।

তবে আইনে সুযোগ থাকলেও পোস্টাল ব্যালটে ভোটদানের ঘটনা ঘটেছে এমন তথ্য নিকট অতীতে পাওয়া যায়নি।

অবশ্য নির্বাচন কমিশন থেকে এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনদুর্ভোগ এড়াতে ভোট দেননি তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ে সভার ইসির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে বিদেশে বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্টদের মাঝে প্রচারণার নির্দেশনা দেয়া হয়।

রাষ্ট্রপতির ভোট প্রয়োগের মাধ্যমে পোস্টার ব্যালটের বিষয়টি জনপ্রিয় করতে চায় নির্বাচন কমিশন।

Share Now

এই বিভাগের আরও খবর