বিদেশি শিক্ষার্থী প্রবেশের ওপর কানাডার বিধিনিষেধ

আপডেট: January 23, 2024 |
boishakhinews24.net 70
print news

বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করছে কানাডা। এমনকি বর্তমানে যেসব শিক্ষার্থী স্নাতক শেষ করে দেশটিতে অবস্থান করছেন, তাদেরকেও ওয়ার্ক পারমিট দেয়া হচ্ছে না। মূলত রেকর্ড সংখ্যক অভিবাসীর আগমন এবং তার জেরে দিন দিন আবাসন সংকট তীব্র হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। খবর রয়টার্সের।

সোমবার (২২ জানুয়ারি) দেশটি জানিয়েছে, আগামী দুই বছর তারা বিদেশি শিক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমিয়ে ফেলবে। ২ বছরে এ বিধিনিষেধে ৩৫ ভাগ বিদেশি শিক্ষার্থী কমবে বলে জানায় কানাডা। এর বাইরে স্নাতকোত্তর পর্যায়ে থাকা শিক্ষার্থীদের ওয়ার্ক পারমিট দেয়াও বন্ধ করে দেবে দেশটি।

কানাডার অভিবাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২০২৪ সালে সর্বোচ্চ ৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থীকে প্রবেশ অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছর ২০২৩ সালে যতসংখ্যক বিদেশি শিক্ষার্থীকে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল, শতকরা হিসাবে এ সংখ্যা তার চেয়ে ৩৫ ভাগ কম।

কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার বলেছেন, ২০২৪ সালে কানাডা বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে আনবে। আগামী দুই বছর পর্যন্ত এই ব্যবস্থা জারি থাকবে। এ সংখ্যা আগামী দুই বছরের জন্য প্রতিবছর হবে ৩ লাখ ৬০ হাজার। এর ফলে শিক্ষার্থীদের সংখ্যা ২০২৩ সালের চেয়ে প্রায় ৩৫ ভাগ কম হবে। কানাডার ক্রমবর্ধমান বাসস্থান-সংকটের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন প্রাদেশিক সরকারের সঙ্গে কাজ করবে অটোয়ায় আসীন কেন্দ্রীয় সরকার।

কানাডার প্রাদেশিক সরকারগুলো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাদের প্রদেশের জন্য নির্ধারিত সংখ্যা পাওয়ার পর প্রদেশের কলেজ ও ইউনিভার্সিটিগুলোর সঙ্গে বসে প্রতিটির জন্য বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা ঠিক করবে। এ বিষয়ে মার্ক মিলার বলেছেন, কিছু কিছু প্রদেশে প্রায় ৫০ ভাগ বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমে যাবে। তবে এখন যাঁরা কানাডায় পড়াশোনা করছেন, তাঁদের পড়াশোনা শেষ হওয়ার আগে যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তাঁরা এ সংখ্যার ক্যাপের আওতায় পড়বেন না।

প্রসঙ্গত, এর আগে কানাডা ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যও একই ধরনে সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়া অদক্ষ শ্রমিক ও বিদেশি শিক্ষার্থীদের ভিসা নীতি কঠিন করার ঘোষণা দেয় গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে। তারও আগে ব্রিটেন সরকার দেশটির অভিবাসননীতি পরিবর্তনের ঘোষণা দেয়। ব্রিটেন সরকার ঘোষিত সর্বশেষ নীতি অনুসারে, যেসব অভিবাসী এখন থেকে ব্রিটেনে যাবেন, তাঁদের অবশ্যই কোনো না কোনো নির্দিষ্ট দক্ষতা থাকতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর