ঈদ উপহার পেল সুবিধাবঞ্চিত শিশুরা

আপডেট: March 30, 2024 |
news
print news

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ধর্মীয় সংগঠন রূপান্তর মিনিস্ট্রিজ। শনিবার ( ২৯ মার্চ) গুড ফ্রাইডে ও ইস্টার সানডে উপলক্ষে রাজধানীর ধলপুরে আউটফল তেলুগু কমিউনিটি স্কুলে ৫০ জন মুসলিম শিক্ষার্থীর হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

রূপান্তর মিনিস্ট্রিজ’র সভাপতি যোশেফ ইউ.কে নন্দম (জয়) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক রাহাত হুসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আউটফল তেলুগু কমিউনিটি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ জোসেফ দাস, সঞ্চালনায় ছিলেন আউটফল তেলুগু কমিউনিটি স্কুলের প্রধান শিক্ষক পিটার বিশ্বাস ও সহকারী শিক্ষিকা মাহামুদা অসীম মনিরা প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক রাহাত হুসাইন বলেন, বাঙালি মুসলমানদের ঈদুল ফিতর আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। রমজানের ইফতার আমাদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছে। সকল ধর্ম-বর্ণের মানুষজন মিলেমিশে আমরা একসঙ্গে বসবাস করছি। শৈশব থেকেই শিশু মনে সম্প্রীতি ও মানবিক হওয়ার শিক্ষা দিতে হবে। সম্প্রীতি- সৌহার্দ্য বাঙালি সমাজকে যুগ যুগ বাঁচিয়ে রাখবে।

Share Now

এই বিভাগের আরও খবর