নির্দিষ্ট সময়ে কেন্দ্রে উপস্থিত না থাকায় দায়িত্ব হারালেন প্রিজাইডিং অফিসার


জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে উপস্থিত না থাকায় এক প্রিজাইডিং অফিসারকে বহিস্কার করেছে রির্টানিং কর্মকর্তা।
২০ মে (সোমবার) সন্ধ্যায় নিদিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত না থেকে বাইরে থাকায় মাজাহার ইবনে মোবারক নামে এক প্রিজাইডিং অফিসারকে বহিষ্কার করা হয়।
প্রিজাইডিং অফিসারকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও রির্টানিং কর্মকর্তা সোলেইমান আলী।
বহিষ্কৃত প্রিজাইডিং অফিসার মাজাহার ইবনে মোবারক তিনি সহকারী প্রকৌশলী হিসেবে ঠাকুরগাঁও এলজিইডিতে কর্মরত আছেন।
এ বিষয়ে জেলা রির্টানিং কর্মকর্তা সোলেইমান আলী জানান, নিয়ম অনুযায়ী নিদিষ্ট সময়ে ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে উপস্থিত থাকতে হবে।
কিন্ত তিনি উপস্থিত না থেকে বাইরে থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে।