রাণীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট: June 20, 2024 |
inbound9091485748734846947
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ (অনুর্ধ্ব -১৭) আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ জুন (বৃহস্পতিবার) বিকালে ইউএনও সভাকক্ষে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব, সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কাশেম ও শরৎ চন্দ্র রায়,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ুন কবিরপ্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, খেলা পরিচালকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, উপজেলার ১টি পৌরসভা ও ৮ টি ইউনিয়ন মিলে মোট ৯ টি দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব -১৭ এর খেলা অনুষ্ঠিত হবে।

লটারির মাধ্যমে প্রতিটি খেলার প্রতিযোগী দল নির্ধারণ করা হয়। আগামী ২৪ জুন উদ্বোধনী ম্যাচে পৌরসভা ও লেহেম্বা ইউনিয়ন এ দুটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর