ঢাকাসহ চার জেলায় ১৫ ঘণ্টা কারফিউ শিথিল আজ

আপডেট: August 4, 2024 |
inbound3244211205857038010
print news

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছে, রাজধানী ঢাকাসহ চার জেলায় আজ রোববার (৪ আগস্ট) কারফিউ শিথিলের সময় ১৫ ঘণ্টা করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী‌ ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এ সময় পরিস্থিতি অনুযায়ী দেশের অন্যান্য জেলার জেলা প্রশাসকরা কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংসতার জেরে গত ১৯ জুলাই রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার। সেই সঙ্গে মোতায়েন করা হয় সেনাবাহিনী।

এরমধ্যে গত ১৯-২০ জুলাই সাপ্তাহিক ছুটির পর ২১, ২২ ও ২৩ জুলাই পর্যন্ত ৩ দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর থেকে নির্ধারিত সময়ের জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। তবে পুরোপুরি এখনো তুলে নেয়া হয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর