চট্টগ্রামে এম এ লতিফ সেনাবাহিনীর হেফাজতে

আপডেট: August 9, 2024 |
inbound476564474828693090
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম ১১(বন্দর-পতেঙ্গা) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (৯ আগস্ট) বাদ জুমা লতিফ স্থানীয় নসু মালুম মসজিদে জুমার নামাজ আদায় করেন।

পরে জুমা আদায় শেষে তার ভাগিনা আদনানুল ইসলাম চৌধুরীর ঘরে যাওয়ার পর স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ খবর পেয়ে তার ভাগিনার বাড়ি ঘিরে রাখে।

পরে সেনাবাহিনী খবর পেয়ে তাদের সরিয়ে দিয়ে লতিফকে হেফাজতে নেন।

গত জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন এম এ লতিফ।

এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার জয়ী হয়েছেন তিনি।

চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতিও ছিলেন এম এ লতিফ।

Share Now

এই বিভাগের আরও খবর