বগুড়ায় সড়কে ট্রাফিক পুলিশের ভুমিকায় শিক্ষার্থীরা

আপডেট: August 9, 2024 |
inbound1855030966077793425
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ শেখ হাসিনার সরকার পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। আতঙ্কে পুলিশ সদস্যরা থানাতেও যাচ্ছেন না।

দেখা মেলেনি সড়কেও। তাই বগুড়া শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (০৯ আগস্ট) শহরের প্রাণকেন্দ্র সাতমাথাসহ বিভিন্ন এলাকা ঘুরে ট্রাফিক পুলিশের ভূমিকায় সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানযট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে তারা রাস্তায় নেমেছেন।

শহরের বেশকয়েকটি মোড়েই আট থেকে দশজন শিক্ষার্থী দায়িত্ব পালন করছেন। সড়কে অটোরিকশাও সুশৃঙ্খলভাবে চলছে।

গাড়ির চাপ কম থাকায় অনেকেই উল্টো পথে যাওয়ার চেষ্টা করছেন। যদিও শিক্ষার্থীরা তাদের ফিরিয়ে দিচ্ছেন। এছাড়া হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের সচেতন করছেন শিক্ষার্থীরা।

রওনক হাসান নামে এক শিক্ষার্থী বলেন, রাস্তায় ট্রাফিক পুলিশ নাই। সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। তাই আমরা ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছি।

আমাদের দেশ সুন্দর, সুশৃঙ্খলভাবে আমাদেরই গড়ে তুলতে হবে। সকাল থেকেই এখানে দায়িত্ব পালন করছি।

শিক্ষার্থীরা দায়িত্ব নেওয়ায় খুশি সাধারণ মানুষও। মোটরসাইকেল চালক মেহেদী হাসান বলেন, ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে যানজট লাগতে পারে।

শিক্ষার্থীরা ভালো ভূমিকা পালন করছে। সবাই নিয়ম অনুযায়ী চলাফেরা করছে। এরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তারা খুবই ভালো কাজ করছে।।

Share Now

এই বিভাগের আরও খবর