অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা ডি গ্রুপে

আপডেট: August 18, 2024 |
boishakhinewsj 25
print news

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে পেল বাংলাদেশ। আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টে ম্যাচ হবে ৪১টি। ১৬টি দলকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে।
আজ রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। বাংলাদেশের মেয়েরা আছেন ‘ডি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড ও গ্রুপের আরেকটি দল, তারা এশিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে উঠে আসবে।
মালয়েশিয়ার সেলানগর, জোহর ও সারাওয়াক শহরের ৪টি স্টেডিয়ামে হবে ৪১ ম্যাচ। গ্রুপ পর্বে বাংলাদেশের সব কটি ম্যাচ হবে সেলানগরের ইউকেএম ওয়াইএসডি ক্রিকেট ওভাল স্টেডিয়ামে।১৮ জানুয়ারি বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ এশিয়া অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে আসা দল। ২০ জানুয়ারি পরের ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর ২২ জানুয়ারি স্কটল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজের দল। ২০২৩ সালে সবশেষ আসের ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
এবারের আসরে কোন গ্রুপে কোন দল
গ্রুপ এ » ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া
গ্রুপ বি » ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ সি » নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া, আফ্রিকা বাছাই
গ্রুপ ডি » অস্ট্রেলিয়া, বাংলাদেশ, স্কটল্যান্ড, স্কটল্যান্ড, এশিয়া বাছাই

Share Now

এই বিভাগের আরও খবর