বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনর্গঠনে চার কমিটি

আপডেট: August 20, 2024 |
inbound2938097485831206665
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুনর্গঠনের জন্য চার কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিকালে ফেসবুক পোস্টে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি জানান, নিম্নোক্ত টিমগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। ইতোমধ্যে আমাদের সমর্থনে গঠিত সমন্বয়ক কমিটিগুলো বহাল থাকবে এবং বিভিন্ন পরিসরে নতুনভাবে সকল কমিটি পুনর্গঠন করা হবে। শৃঙ্খলা রক্ষা এবং ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করতে বর্তমান কমিটিগুলোর অথোরাইজেশন এবং নতুন কমিটি গঠনে কাজ করবে। ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ সময় ফেসবুক পোস্টের সঙ্গে একটি তালিকা যুক্ত করে দিয়েছেন তিনি। এতে অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইম্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং ও অথোরাইজেশন নামে ৪টি কমিটি প্রদান করা হয়।

অর্গানাইজিং উইংয়ের সদস্যরা হলেন:

আবু বাকের মজুমদার, আবদুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, শাহিন আলম, শ্যামলী সুলতানা জেদনি, নাঈম আবেদিন, সানজানা আফিফা অদিতি ও খান তালাত মাহমুদ রাফি।

প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংয়ের সদস্যরা হলেন:

হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের, মাহিন সরকার, আরিফ সোহেল, আকরাম হোসাইন রাজ, হামজা মাহবুব, নুর নবি, শুভ আহমেদ, শাহীনূর সুমি, মোবাশ্বের আলম, হাসিব আল ইসলাম, মোহাম্মদ রাসেল, উমামা ফাতেমা, আনিকা তাহসিনা, রওনক জাহান, মেহেদী ইসলাম ও তকিউদ্দিন আহমেদ।

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইংয়ের সদস্যরা হলেন:

রিজওয়ান রিফাত, আব্দুল্লাহ সালেহীন অয়ন ও তাহমিদ আল মুদাদির চৌধুরী।

অথোরাইজেশন উইংয়ের সদস্যরা হলেন :

সারজিস আলম ও আবু বাকের মজুমদার।

Share Now

এই বিভাগের আরও খবর