কেন্দুয়ায় ১৪৮ আ.লীগ নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা 

আপডেট: August 21, 2024 |
inbound6015768752893450989
print news

কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধি:  নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রত বিচার) আইনে  মামলা দায়ের হয়েছে।

কেন্দুয়া বাজারের বিএনপি পন্থী ব্যবসায়ী মোবারক হোসেন বাদী হয়ে বুধবার (২১ আগষ্ট) কেন্দুয়া থানায় এ মামলা দায়ের করেন।

জানা গেছে, ওই মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অসীম কুমার উকিলকে প্রধান আসামি করে ১৪৮ জনের নামোল্লেখসহ আরো দু’শ / তিন’শত জনকে অজ্ঞাত নামা আসামী করা হয়েছে।

মামলার বাদী কেন্দুয়া বাজারের বিএনপি পন্হী ব্যবসায়ী মোবারক হোসেন জানান, গত ২৮ জুলাই  কেন্দুয়া বাজারে থানা গেইট সংলগ্ন আমার  তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট কর্ণার দোকানে আওয়ামী লীগ ও তার সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে দোকান ঘরটি ভেঙ্গে ভিতরে অনধিকার প্রবেশ করে  ভাংচুর এবং ত্রাস সৃষ্টি করে। এসময়  নগদ টাকা সহ দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়।

বুধবার (২১ আগস্ট)  কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এ মামলায় কোন আসামি  গ্রেপ্তার নেই।

Share Now

এই বিভাগের আরও খবর