মান্দায় ইউপি সদস্যদের অভিযোগের বিরুদ্ধে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আপডেট: September 4, 2024 |
inbound7894455904971072909
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় ১০ ইউপি সদস্যদের আনিত মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় উপজেলার কুসুম্বা সীমানা কফি হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে পরানপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন তার কোন ভিত্তি নেই।

ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল আরো বলেন,, হাটবাজার উন্নয়ন,বাজারে সিসি ক্যামেরা স্থাপন,বলপূর্বক চেকে স্বাক্ষর, লাঠিয়াল বাহিনী তৈরি করে এলাকায় ত্রাস সৃষ্টি,টিআর,কাবিখা,কাবিটা,ট্রেড লাইসেন্স,পরিষদে মসজিদ নির্মাণ, সদস্যদের বেতন না দেওয়া,খাদ্যবান্ধব কর্মসুচিসহ প্রত্যেক প্রকল্পে কাজে অনিয়ম দূর্নীতির উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন ১০ ইউপি সদস্য। যাহা বাস্তবতার সাথে কোন মিল নেই।

ইউপি চেয়ারম্যান আরো বলেন,অধিকাংশ প্রকল্পের সভাপতি (পিআইসি) ইউপি সদস্যরা নিজেই।আমি শুধু দেখভাল করেছি। প্রকল্পে অনিয়ম দূর্নীতি হলে তারাই দায়ী।

তবে কোন কাজে অনিয়ম হয়নি বলে তিনি দাবী করেন। আমি চক্রান্তের স্বীকার হয়ে ইউনিয়ন পরিষদে যেতে পারছিনা।

এ কারণে ইউনিয়নবাসীর কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন। অচিরেই এই পরিস্থিতি থেকে পরিত্রান চান এই চেয়ারম্যান।

Share Now

এই বিভাগের আরও খবর