জয়পুরহাটে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট: September 9, 2024 |
inbound3705459471607361449
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ  জয়পুরহাটে বাংলাদেশ  জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

সোমবার সকালে জেলা মহিলা দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলি’ র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন   বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম  ওবায়দুর রহমান চন্দন।

জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা  বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল।

এসময় উপস্থিত ছিলেন  জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান বকুল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বনি রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা খানম রূপালী, জেলা মহিলা দলের সহ সভাপতি মৌসুমি আক্তার প্রমুখ।

আলোচনা সভা শেষে বন্যায় নিহত ও ছাত্রজনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাসহ বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর