ইন্দুরকানী উপজেলায় বিদ্যুৎ না থাকার কারনে ভোগান্তিতে  এলাকাবাসী

আপডেট: September 18, 2024 |
inbound2373535482447452331
print news

মোঃ এম,এইচ শিমুল, ইন্দুরকানী  উপজেলা প্রতিনিধি: ইন্দুরকানী উপজেলায় বিদ্যুৎ না থাকার কারনে  ভোগান্তিতে এলাকাবাসী।

বিদ্যুৎ না থাকার কারনে ব্যাটারিচালিত যানবাহন রাস্তায় চালাতে পারছেনা এবং যাএীরা   ভোগান্তিতে  পড়ছে ।

বিদ্যুৎ না কারনে বাজার ব্যাবসায়ী  দোকানপাট খুলতে পারছেনা এবং ছেলে মেয়েরা ঠিকমত পড়াশুনা  করতে পারছেনা।  মাগরিবের ও এশার নামাজের সময়  বিদ্যুৎ থাকেনা।এমনকি একটু বাতাস হলে বিদ্যুৎ নিয়ে যায়।

প্রতিদিন বিদ্যুৎ অনেকবার আসা যাওয়া করে। কিন্তু বিদ্যুৎ স্থায়ী  ভাবে দুই ঘন্টা থাকেনা। অনেক গরমের মধ্যে  ও বিদ্যুৎ থাকেনা  মানুয  অস্থির হয়ে যায়।

ইন্দুরকানী  ইসলামের কাছে জানতে চাইলে বিদ্যুৎ  না থাকার বিযয়ে তিনি বিভিন্ন  অজুহাত দিয়ে থাকেন।

স্থানীয়  লোকজনের দাবী, ইন্দুরকানী  উপজেলায়  দীর্ঘ দিন যাবত  ইসলাম চাকুরী  করেন এই জন্য  বিদ্যুৎ এর সমস্যা হয়। তিনি বদলি  হলে এই সমস্যা থাকবেনা বলে দাবী করেন।

Share Now

এই বিভাগের আরও খবর